জোনাইল প্রতিনিধি(বড়াইগ্রাম):
আজ বড়াইগ্রাম উপজেলার জোনাইল ডিগ্রী কলেজ চত্বরে ‘মুজিববর্ষ-২০’ উদযাপনের প্রস্তুতিকে সামনে রেখে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে অত্র কলেজের শিক্ষক মন্ডলী লাল দল ও সবুজ দলে বিভক্ত হয়ে খেলায় অংশ গ্রহণ করেন।
১৫ ওভারের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সবুজ দলের অধিনায়ক। নির্ধারিত ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৪ রান করতে সক্ষম হয় সবুজ দল। সবুজ দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন ইংরেজি বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম।
লাল দলের পক্ষে ২টি উইকেট নেন প্রভাষক আশরাফুল সিদ্দিকী ও বাঁকি ১টি উইকেট নেন প্রভাষক শহিদুল ইসলাম।
১৫৫ রানের বিশাল পাহারসম রান তাড়া করতে নেমে লাল দলের ওপেনিং ব্যাটসম্যান সমাজকর্ম বিভাগের প্রভাষক আশরাফুল সিদ্দিকীর হার নামানা অনবদ্য ৭৮ রানের ব্যাটিং তান্ডবে ৪ ওভার হাতে রেখে সহজেই ম্যাচ জিতে যায় লাল দল। এই রান তাড়া করতে লাল দলও ৩ উইকেট হারায়। সবুজ দলের পক্ষে প্রভাষক মোকলেছুর রহমান, প্রভাষক আতিকুল ইসলাম ও প্রভাষক সুজন আলী প্রত্যেকে ১টি করে উইকেট লাভ করেন।
২ উইকেট ও ৭৮ রান নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ হন প্রভাষক আশরাফুল সিদ্দিকী।
খেলা শেষে জোনাইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল আছর মোঃ শফিউজ্জামান বিজয়ী দলের অধিনায়ক সহকারী অধ্যাপক জালাল উদ্দিন ও রানার্স আপ দলের অধিনায়ক সহকারী অধ্যাপক আব্দুস সামাদের হাতে ট্রফি তুলে দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ এস.এম রাজিবুল করিম, শিক্ষক প্রতিনিধি, সাবেক শিক্ষক প্রতিনিধি, সহকারী অধ্যাপক, সকল প্রভাষক, ছাত্র-ছাত্রী, স্থানীয় এলাকা বাসী এবং কর্মচারী বৃন্দ। ধারা বর্ণনায় ছিলেন প্রভাষক লুৎফর রহমান।
খেলা শুরুর আগে অধ্যক্ষ আবুল আছর মোঃ শফিউজ্জামান খেলোয়াড়দের জন্য লাল-সবুজের আদলে ডিজাইন করা ক্যাপ ও জার্সি উন্মুক্ত করেন।দুই দলের খেলোয়াড় ও উপস্থিত সকলে মিলে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে খেলার অনুষ্ঠানিক সুচনা হয় সকাল ১০.৩০ টায়।