নাটোরে বিশ্ব জীববৈচিত্র্য দিবস পালিত হয়েছে।
রোববার(২২ মে) সকালে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধনের পর শহরের স্বাধীনতা চত্বর মাদ্রাসা মোড় হতে একটি রালি বের হয়। পরে র্যালিলিটি নাটোর-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় পথে বগুড়া বাস স্ট্যান্ড ও জজকোর্ট এলাকায় মানুষের মাঝে জীব বৈচিত্র ও পরিবেশ নিয়ে প্রচারণা চালানো হয়। পরে কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ চত্বরে বৃক্ষরোপণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সংগঠনের সভাপতি ড. হেলাল উদ্দিন মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন- দিঘাপতিয়া এম কে অনাস’ কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জি এম ইস্রাফিল ইসলাম, নাটোর আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এড শরিফুল হক মুক্তা। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নূর ই আলম, ডাঃ মোঃ আমিনুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, মোঃ আসাদুল ইসলামসহ অনেকে।