নাটোরের বড়াইগ্রামে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জেলা আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
তিনি বলেন, বিএনপি কোন রাজনৈতিক দল নয়, এটা খুনি ও ষড়যন্ত্রকারীদের সংগঠন। এরা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে উস্কে দিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়। এরা সিরিজ বোমা হামলা ও জঙ্গিবাদের উত্থানে জড়িত। এরাই একুশে আগস্টের গ্রেনেড হামলা করেছে। হত্যাকারী ও স্বাধীনতা বিরোধীদের দল বিএনপির লক্ষ্য জাতির পিতার আদর্শকে ধ্বংস করা এবং বাংলাদেশকে মিনি পাকিস্তান বানানো। এখন তারা দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করে এবং শ্লোগান দেয় টেক ব্যাক বাংলাদেশ। দেশকে ধ্বংস করতে এরা এমন শ্লোগান দেয়। সভায় বক্তারা আগামী জাতীয় নির্বাচনের আগেই ১৫ আগস্টের পলাতক ঘাতক ও ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের শাস্তি প্রদানের জোর দাবি জানান।
সোমবার(২২ আগস্ট) বিকালে উপজেলার ভবানীপুর আবু সাঈদ স্মৃতি পাঠাগারের উদ্যোগে মনির হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি জুলফিকার আলী মিঠুর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জোয়াড়ী ইউপি চেয়ারম্যান চাঁদ মাহমুদ। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, গোপালপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চান্দাই ইউপি চেয়ারম্যান শাহনাজ পারভীন ও চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান গোলাম এবং আওয়ামীলীগ নেতা জাকির সরকার ও ফেরদৌস উল আলম।