জেলা প্রতিনিধিঃ বনলতার নাটোরে এই প্রথম একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে ‘আইইডিসিআর’ ওয়েবসাইটে দেখা যাচ্ছে।
বুধবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর ওয়েবসাইটে নাটোর জেলায় প্রথম করোনা সংক্রমণ হয়েছে বলে জানিয়েছেন। তবে এ বিষয়ে নাটোর সিভিলসার্জন অফিস থেকে জানানো হয়েছে ঢাকায় রিপন নামে নাটোরের একজন করোনায় আক্রান্ত হয়েছেন। যার বাড়ি নাটোরে জেলার বাগাতিপাড়ায়।
বর্তমানে তিনি ঢাকায় আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।