বড়াইগ্রাম প্রতিবেদক: নাটোরের বনপাড়া হাইওয়ে থানার উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, লালপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইস্কান্দার মীর্জা, অধ্যাপক আব্দুল করিম, ব্যবসায়ী মনিরুজ্জামান মনির ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোস্তফা ব্যাপারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ৭ মার্চ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে কেক কাটেন। এর আগে অনুষ্ঠানের প্রথম পর্বে ৭ মার্চ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ সম্প্রচার করা হয়।