বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর বিশিষ্ট সমাজ সেবক ঈমান আলী ২০০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন। সোমবার দুপুরে বনপাড়া মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে ও বিকেলে পৌরসভার ৩ নং ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে গিয়ে গিয়ে তিনি পরিবার প্রতি ৫শত টাকা করে নগদ অর্থ বিতরণ করেন। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারসহ স্থানীয় হত দরিদ্র পরিবারের মাঝে তিনি নগদ অর্থ, খাদ্য উপহার সহ অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রেখেছেন। এর আগে গত শুক্রবার তিনি ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় ৩০০ পরিবারের মাঝে ইফতার প্যাকেট বিতরণ করেন। ঈমান আলী বনপাড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের পরপর দুইবারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন।