মোতালেব হোসেন, বড়াইগ্রাম প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের জোনাইল ডিগ্রি কলেজের নবনির্মিত গেট নির্মাণ কাজের উদ্বোধন করেন বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
সোমবার (২৩) জোনাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল আছর মোঃ শফিউজ্জামান সহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ গেট নির্মাণ কাজের উদ্বোধন কালে ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুস সোবাহান প্রামানিক, জোনাইল ইউপি চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হোসেন, অত্র কলেজের শিক্ষক প্রতিনিধি, সহকারী অধ্যাপক, প্রভাষক, লাইব্রেরিয়ান, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং স্থানীয় জনসাধারণ।
নবনির্মিত গেট কাজের উদ্বোধন কালে ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, যেহেতু গেটটি মুজিববর্ষে তৈরি করা হচ্ছে সেহেতু গেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতি দেয়া যায় কিনা ভেবে দেখবেন । এছাড়াও প্রতিষ্ঠান অভ্যন্তরীণ রাস্তা তৈরির জন্য শিক্ষকবৃন্দ আমাকে জানিয়েছেন। আমি কাজটি করার চেষ্টা করব। পাশাপাশি করোনা মহামারী সময়ে অনলাইন ক্লাস নেওয়ার বিষয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন, দরিদ্র শিক্ষার্থীদের গ্রামে ফ্রি ওয়াইফাই ব্যবস্থা গ্রহণ করার প্রস্তাব রাখেন। পাশাপাশি শিক্ষকদের অনলাইন ক্লাস করানোর জন্য বিভাগীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের প্রস্তাব রাখেন। এবং করোনার দ্বিতীয় ধাক্কা কিভাবে সামাল দেওয়া যায় সেসব বিষয়ে কলেজ শিক্ষক বৃন্দ দের সাথে মতবিনিময় করেন।