মোতালেব হোসেন, বড়াইগ্রাম প্রতিনিধি
বড়াইগ্রাম উপজেলা পরিষদের ২০২০-২১ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন বরাদ্দ হতে ‘ মুজিববর্ষে খেলার মাঠে চলো, মাদককে না বলো’ এই শ্লোগানকে সামনে রেখে বড়াইগ্রাম ও নগর ইউনিয়ন এর ফুটবলপ্রেমী যুব সংগঠন, ক্রীড়া সংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল প্রদান করে যুবসমাজকে উদ্বুদ্ধ করন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে
রবিবার(২২ নভেম্বর) বিকেল বড়াইগ্রাম পৌরসভা হলরুমে এই ফুটবল বিতরণ করা হয়।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ফুটবল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
এ সময় তিনি বলেন- মাদকমুক্ত সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।শারিরীক ও মানুষিক বিকাশে তাই সকলকে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।
উপজেলা পরিষদ এর আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী আবুল কালাম জোয়ার্দ্দার, বড়াইগ্রাম পৌরসভার প্যানেল মেয়র জালাল জোয়ার্দ্দার, বড়াইগ্রাম পৌর আওয়ামী যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাবর প্রমুখ।