মোতালেব হোসেন, বড়াইগ্রাম প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামের আহমেদপুর। ঢাকা-রাজশাহী মহাসড়ক সাথে লাগানো একটি বাজার। মহাসড়কে অবৈধ সিএনজি স্ট্যান্ড গড়ে তুলেছেন স্থানীয় সিএনজি ড্রাইভারগণ।
খবর পেয়ে ঝলমলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রেজওয়ানুল ইসলাম, এসআই শরিফুল ইসলাম সহায়তার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে এবং অবৈধ ষ্ট্যান্ড সরিয়ে দেওয়ার জন্য সিএনজি ড্রাইভার দের আদেশ দেন এর পরে আহমেদপুর বাজার কমিটির সভাপতি ও ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রউফ এর সভাপতিত্বে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ছুরমান আলী ও বাজার কমিটির অন্যান্য সদস্য। সভায় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম বলেন, সড়ক ও সেতু মন্ত্রী জনাব মোঃ ওবায়দুল কাদের আগেই নির্দেশ দিয়েছেন মহাসড়কে থ্রি হুইলার নিষিদ্ধ, এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময় মহাসড়ক থেকে বিভিন্ন অবৈধ থ্রি হুইলার আটক করা হয়। কিন্তু আহমেদপুর বাজারে যা ঘটেছে সেটা কল্পনা অতীত। যেখানে সড়ক ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের নির্দেশ দিয়েছেন মহাসড়কে থ্রি হুইলার ব্যবহার করা যাবে না সেখানে আহমেদপুর এর কতিপয় কিছু সিএনজি ড্রাইভার গড়ে তুলেছেন সিএনজি স্ট্যান্ড যা কখনই মেনে নেওয়া সম্ভব নয় আমরা প্রাথমিকভাবে তাদের নিষেধ করেছি তারা যদি না শোনে তাহলে পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।