নাটোরের বড়াইগ্রামে সচিবালয়ের স্টিকারযুক্ত একটি জিপ গাড়ির ডিকি থেকে হাত- পা বাধা হযরত আলী নামের এক জুট গোডাউনের কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বনপাড়া বাইপাস চত্বর এলাকায় অভিযান চালিয়ে মরদেহ সহ গাড়িটি আটক করা হয়। এ সময় আটক করা হয় গাড়িটির চালককে। নিহত হযরত রংপুর জেলার বাসিন্দা এবং ঢাকার আশুলিয়া মিজানুর রহমানের জুট গোডাউনের কর্মচারি।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনপাড়া বাইপাস এলাকায় অভিযান চালানো হয়। এসময় ঢাকা মেট্রো ঘ-১৪-০৫৮৭ সচিবালয়ের স্টিকারযুক্ত গাড়িটি সন্দেহজনক মনে হলে আটক করা হয় এবং তল্লাশী চালিয়ে গাড়ির পিছনে ডিকি থেকে হাত, পা বাধা অবস্থায় মরদেহটি পাওয়া যায়।