বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে মামার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণচেষ্টার শিকার হয়েছে ১০ বছরের এক শিশু। বুধবার দুপুর ১ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে। শুক্রবার মেয়েটির বাবা বাদী হয়ে আক্তার মন্ডল (৭০) এর নামে বড়াইগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তি জামাইদিঘী গ্রামের মৃত ওমর মন্ডল ছেলে।
মেয়েটির বাবা জানান, গত রবিবার তার মেয়ে বাড়ি থেকে মামার বাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুরে মামা তার ৫ বছরের মেয়ের সাথে পাশের দোকান থেকে বিড়ি কিনে আনতে পাঠায়। শিশুটি আক্তার মন্ডলের দোকানে গেলে আক্তার মন্ডল দোকানের ভিতরে নিয়ে গিয়ে খাটের উপর শুয়ে কাপর খুলে শরীরে বিভিন্ন যায়গায় স্পর্শ করে এবং ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার দিলে ভয়ে ছেড়ে দেয়। শিশুটি মামার বাড়িতে গিয়ে ঘটনা খুলে বলে। জামাইদিঘী গ্রামের মৃত সাত্তার মন্ডল ছেলে হাবি মন্ডল (৬৫) ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।
মেয়েটির বাবা বলেন আমি আমার মেয়ের এই ঘটনার বিচার চাই।
বড়াইগ্রাম থানার পরিদর্শক দিলিপ কুমার দাস বলেন, অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।