“স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য কে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
১ নভেম্বর(বুধবার) সকালে বড়াইগ্রাম উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় যুব দিবসের র্যালী, আলোচনা সভা, সনদপত্র বিতরণ, যুব ঋনের চেক ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রাসেল এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বুলবুল আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ আতাউর রহমান আতা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দিন মিঠু,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে হাবিবা প্রমুখ । এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় যুব দিবস পালন অনুষ্ঠানে র্যালী, আলোচনা সভা শেষে যুব উদ্যক্তাদের মাঝে সনদপত্র, যুব ঋনের চেক ও গাছের চারা বিতরণ করেন অতিথি বৃন্দ।