নাটোরের বড়াইগ্রামে সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিক সরকার (২২) নামে এক সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। ১৫ দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার(৩০ জুন)বিকালে তিনি মারা যান। নিহত আশিক চান্দাই গ্রামের মিরন সরকারের ছেলে ও চান্দাই ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
এর আগে গত ১৬ জুন উপজেলার চান্দাই করিম খাঁর মোড়ে মৎস্যজীবী সমবায় সমিতির নামে ইজারা নেওয়া পুকুরের মাছ চুরি ও বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ মেরেফেলাকে কেন্দ্র করে সংঘর্ষে তিনি আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চান্দাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহানাজ পারভিন বলেন, “খাস পুকুরে মাছ মারা নিয়ে সংঘর্আষে শিকসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়ে বড়ইগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেতে ভর্তি হলে আশিকের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। দীর্ঘ ১৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ৩০ জুন রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশিক।”
এবিষয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক শাফিউল আযম খান বলেন, “উভয় পক্ষই মামলা করেছে। এখন হত্যাচেষ্টার মামলাটি হত্যা মামলা হিসেবে গণ্য হবে।”