নাটোরের বাগাতিপাড়ায় মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে বোরহান কবীর শপথ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত বোরহান লালপুর উপজেলার আব্দুলপুরের মিল্কিপাড়া গ্রামের সোলাইমান আলীর ছেলে।
রোববার (২ জুলাই) বিকেলে উপজেলার মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল আজম জানান, বোরহানসহ কয়েকজন মিলে বিদ্যালয় মাঠে ফুটবল খেলছিল। এ সময় বৃষ্টি শুরু হলে তারা বৃষ্টিতে ভিজেই খেলা চালিয়ে যায়। একপর্যায়ে মাঠে প্রচণ্ড গতিতে বজ্রপাত ঘটে। বজ্রপাতে শপথের সারা শরীর ঝলসে পুড়ে কালো হয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।