বড়াইগ্রাম পৌর যুবলীগের প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন উদযাপন
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও গাছের চারা বিতরণ কর্মসূচির মাধ্যমে পালন করেছে বড়াইগ্রাম পৌর যুবলীগ। সোমবার সন্ধায় বড়াইগ্রাম পৌর আওয়ামী যুবলীগ এই কর্মসূচির আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে জেলা যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়া উপস্থিত ছিলেন।
পৌর পরিষদ মিলানায়তনে পৌর আওয়ামী যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাবরের সভাপতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক রুহুল আমিন বিপ্লব। এছারাও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্ববায়ক মোহিত কুমার সরকার, জেলা পরিষদের সদস্য ও যুবলীগের যুগ্ম আহŸায়ক আবুল কালাম জোয়ার্দার, জয় বাংলা সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক জাকির হোসেন, বড়াইগ্রাম পৌর পরিষদের প্যানেল মেয়র জালাল জোয়ার্দ্দার।
এছারাও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মমিনুল ইসলাম, ইয়ারুল বসিলাম প্রমূখ।**