নাটোরের লালপুরে প্রতিপক্ষের ইটের আঘাতে মো. মোজাফর মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
রোববার (১১ জুন) সকাল ১০টায় দিকে উপজেলার নবীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
লালপুর থানার কর্মকর্তা (ওসি) মো. উজ্জল হোসেন ঢাকা মেইলকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. মোজাফর মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
রোববার (১১ জুন) সকাল ১০টায় দিকে উপজেলার নবীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
লালপুর থানার কর্মকর্তা (ওসি) মো. উজ্জল হোসেন ঢাকা মেইলকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মোজাফর মন্ডল (৭০) উপজেলার উত্তর লালপুর গ্রামের বিদন মন্ডলের ছেলে।
গ্রেফতার দিপু আলী (২৬) উত্তর লালপুর গ্রামের মানিক মন্ডলের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মো. উজ্জল হোসেন জানান, ‘পারিবারিক পূর্ব শক্রতার জেরে গত শনিবার (১০ জুন) উপজেলার ছয়রাস্তার মোড়ে মোজাফর মন্ডল ও প্রতিবেশী দীপু আলীর মধ্য কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের ইটের আঘাতে মোজাফর রক্তাক্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে চিকিৎসা শেষে বৃদ্ধকে বাড়িতে নিয়ে আসলে রোববার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।’
তিনি আরও জানান, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।’