নলডাঙ্গায় দুই ভুয়া সাংবাদিকসহ ৩ জন আটক
নলডাঙ্গা প্রতিবেদক: সাংবাদিকতার নামে প্রতারণা ও চাদাঁবাজির অভিযোগে নাটোরের নলডাঙ্গায় সৌরভ হোসাইন ও ফরিদুল ইসলাম মুরাদ নামের দুই ভুয়া সাংবাদিক কে আটক করেছে পুলিশ। এসময় এদের কাছ থেকে ৭১ বাংলা টিভির ভুয়া পরিচয়পত্র, একটি ভিডিও ক্যামেরা তাদের বহনকারী একটি পাইভেটকার ও তার ড্রাইভার মামুন হোসেন কে আটক করা হয়।সোমবার বিকালে উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের কাছ থেকে সাক্ষাৎকার নিয়ে টাকা হাতিয়ে নেওয়ার সময় তাদের রামশাকাজিপুর আমতলী এলাকা থেকে আটক করা হয়। এ ঘটনায় প্রতারনার শিকার চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম বাবু বাদী হয়ে ৩ জন কে আসামী করে মামলা দায়ের করেন।আটককৃত সৌরভ হোসাইন (৩২) মাগুরা জেলা সদরের এসএম মুক্তার হোসেনের ছেলে,ফরিদুল ইসলাম মুরাদ (৩৩) একই এলাকার লতিফ বিশ্বাসের ছেলে এবং পাইভেটকার ড্রাইভার মামুন হোসেন (৩০) মাগুরার গোয়ালকান্দি গ্রামের নরুল ইসলামের ছেলে। নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান,সোমবার বিকালে উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের কাছে ৭১ বাংলা টিভির সাংবাদিক পরিচয় দিয়ে সাক্ষাৎকার নিয়ে মোটা অংকের টাকা আদায় করে।পরে আরেক চেয়ারম্যান প্রার্থীর কাছে গেলে এলাকাবাসী থানা পুলিশে খবর দেয়।খবর পেয়ে উপজেলার রামশাকাজিপুরের আমতলী এলাকা থেকে একটি পাইভেটকার যার নম্বর( ঢাকা মেট্রো -গ-২৯-৭০৪৯ ),অনলাইন আইপি টিভি ৭১ বাংলা টিভির পরিচয়পত্র ও একটি ভিডিও ক্যামেরাসহ তাদের আটক করা হয়।এ ঘটনায় রাতেই তাদের নামে ৩ জনের নামে প্রতারণা করে টাকা হাতিয়ে অভিযোগ এনে মোমিনপুর গ্রামের শহিদুল ইসলাম বাবু বাদী হয়ে মামলা দায়ের করেন।মঙ্গলবার দুপুরে তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।