স্টাফ রিপোর্টার: সর্বশ্রোতা নন্দিত অমর গান ‘যে টুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় এ দেহে প্রাণ আছে’, ‘তুমি তো আমার আপন না’, ‘আগডুম, বাগডুম ঘোড়া ডুম সাজে’, এমন সব জনপ্রিয় গানের জনক নাটোরের গীতিকার ও সুরকার প্রদীপ গোস্বামী আর নেই। নাটোর শহরের কান্দিভিটুয়ায় নিজ বাসভবনে মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটে এই বিখ্যাত শিল্প¯্রষ্টার অন্তর্ধান হয়। দুপুর ৩ টায় জেলার বড়হরিশপুর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যার জনক। বাংলা গানের জগতে সুবীর নন্দীসহ প্রখ্যাত সব শিল্পীরা তাঁর গানে কণ্ঠ দিয়েছেন।
তাঁর এই মহাপ্রয়াণে শোক প্রকাশ করেছেন নাটোরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ মুহম্মদ নাসিহ্, অধ্যাপক সুবীধ কুমার মৈত্র (অলক), উমা চৌধুরী জলি, রফিকুল ইসলাম নান্টু, পরিতোষ অধিকারী, সঙ্গীতশিল্পী পরিষদ নাটোর এর আহŸায়ক সৈয়দ মাসুম রেজা ও সদস্য সচিব নয়ন হালদার প্রমুখ।