নাটোরের বড়াইগ্রামে পূ্র্ব শত্রুতর জেড়ে বৃক্ষ নিধনের অভিযোগ পাওয়া গেছে । উপজেলার ঢুলিয়া গ্রামে শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগি মুনছের আলী জানান, রাতের আধারে আমার বাগানের বড় তিনটি আম গাছ কেটেছে একই গ্রামের বিল্লাল ও তার সহযোগিরা। গাছ তিনটির আনুমানিক দাম চল্লিশ হাজার টাকার অধিক। প্রতিবেশি হেড মাষ্টার রুস্তুম মোল্লা জানান, গত ৪০ বছর যাবত মুনছের আলী ওই জমি ভোগ দখল করে আসছে। সে সময় থেকে বাগানের জমির খাজনা খারিজ ও করা আছে। জমির বিক্রেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইমুদ্দিন (সামু) ও তার ছোট ভাই সইমুদ্দিন বলেন, আমরা নিজেরা ক্রয়কৃত ও উত্তরাধিকার সূত্রে বৈধ উপায়ে প্রাপ্ত ৩৪ শতাংশ জমি তার কাছে বিক্রি করেছি, এখন আমাদের ওয়ারিশগণ অবৈধভাবে ও জোরপূর্বক জমির কিছু অংশ দাবী করছে। এ ব্যাপারে জমির মালিক মুনছের আলী বলেন, আমি গাছ তিনটি কাটার অপরাধে বিল্লাল, রবিউল, নূরুলসহ ৫ জনের নামে বড়াইগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছি। এ ব্যাপারে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও বিল্লালের সাথে কথা বলা সম্ভব হয়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, লিখিত অভিযোগ পেয়েছি, শুক্রবারে উভয় পক্ষই প্রয়োজনীয় কাগজপত্র সহ থানায় হাজির হওয়ার কথা রয়েছে, তারপর অবস্থা বুঝে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করা হবে।