মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাট সংলগ্ন কাঁঠালবাড়ি ঘাট এলাকায় সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানাচ্ছে তীব্র গতিতে এগিয়ে চলা যাত্রীবোঝাই স্পিডবোটটি একটি নোঙর করা জাহাজের উপর আছড়ে পড়লে এই দুর্ঘটনা হয়।
নৌ-পুলিশের কাঁঠালবাড়ি ঘাট ইন-চার্জ আব্দুর রাজ্জাক বলেন, ”মাওয়া থেকে একটি স্পিডবোট যাত্রীদের নিয়ে এই পাড়ে আসার সময় নোঙর করা বালু বোঝাই বাল্কহেডের সাথে সংঘর্ষ হয়েছে।”
সকাল ১০টা পর্যন্ত তারা ২৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে বাংলাদেশের কোস্টগার্ড জানিয়েছে। সেই সঙ্গে নদী থেকে জীবিত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।