নাটোরে শহীদ শেখ কামাল এর ৭২ তম শুভ জন্মদিন উপলক্ষে নাটোর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কানাইখালীস্থ উত্তরকণ্ঠ কার্যালয়ে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাডভোকেট ইসতিয়াক আহমেদ ডলারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।
নাটোর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শফিউল আজম স্বপন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু, সাংগঠণিক সম্পাদক এ্যাড মালেক শেখ প্রমুখ।
বক্তারা শেখ কামালের ৭২তম জন্মদিনে তার কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।