গুরুদাসপুর(নাটোর) প্রতিনিধি:
আজ(২৪ মে) সকালে নাটোর জেলা পরিষদের পক্ষ থেকে নাটোর জেলা পরিষদের ৯ নাম্বার ওয়ার্ডের (গুরুদাসপুর পৌরসভা, ৪ নং মশিন্দা ইউনিয়ন, ৫ নং ধারাবারিষা ইউনিয়ন ও বড়াইগ্রাম উপজেলার ৩ জোনাইল ইউনিয়ন ) এর দুস্থ অসহায় মানুষের মাঝে ৩ শত ২০ ব্যাগ ঈদ উপহার বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য মেহেদি হাসানসহ আওয়ামীলীগের স্থানীয় নেতাকর্মী।