স্টাফ রিপোর্টার: নাটোরে ২৮ হাজার স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার নাটোর শহরের চক আমহাটী উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। নেসকোর নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুল আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, উপদপ্তর সম্পাদক প্রভাষক আকরামুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন প্রমূখ।
নাটোর বিদ্যুৎ বিভাগ জানায়, নাটোরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রকল্পের আওতায় ২৮ হাজার মিটার স্থাপন করা হবে। এই মিটার স্থাপনে ভৌতিক বিল জটিলতা থাকবে না এবং গ্রাহক যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করবে সে পরিমাণ টাকা পে করতে হবে।