নাটোরের গুরুদাসপুরে ১৯৭ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (৩০ জুলাই) রাতে উপজেলার চকআলাদত খাঁ গ্রাম থেকে ১৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত যুবকের নাম আরিফুল ইসলাম (২৪)।
নাটোর সদর উপজেলার রায়ঘাট এলাকার মৃত শাহাজাহান মিয়ার ছেলে ওই মাদক ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল অভিযান পরিচালনা করে। এসময় উপজেলার চকআলাদত খাঁ গ্রাম থেকে ১৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ব্যবহৃত এক মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তিনি মাদকগুলো বিক্রির জন্য নিজের কাছে রেখেছিলেন বলে স্বীকার করেন। এ বিষয়ে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে