নাটোরের লালপুরে পুলিশের হাতকড়াসহ শরিফুল ইসলাম (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে পালিয়ে যাওয়ার ২৪ ঘন্টার মধ্যে আবারও গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে পলাতক আসামীসহ আরো দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার(১৭এপ্রিল) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত হলেন কলসনগর গ্রামের হযরত আলীর ছেলে শরিফুল ইসলাম, হোসেনপুর গ্রামের মৃত ইজাহার আলীর ছেলে জহুরুল ইসলাম (৪৫) ও কলসনগর গ্রামের মৃত তফেনের ছেলে কাচু (৪২)।
পুলিশ জানায়, গতকাল বুধবার রাতে উপজেলার কলসনগর গ্রামে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাজাসহ শরিফুলকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় জহুরুল ইসলাম ও কাচুসহ সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র হাতকড়াসহ শরিফুলকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ প্রযুক্তির সহায়তায় পুলিশ ফোর্স বৃদ্ধি করে বিশেষ অভিযানের মাধ্যমে শরিফুল ও তার সহযোগীদের গ্রেফতার করে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনোয়ারুজ্জামান বলেন, এ ঘটনায় এজাহারনামীয় ছয়জনসহ অজ্ঞাত দু-তিনজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।