স্টাফ রিপোর্টার:
নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেছেন, উচ্চ প্রবৃদ্ধি, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে ওঠা, দারিদর্্েযর হার কমিয়ে আনা, নারীর ক্ষমতায়নসহ নানা সূচকে অগ্রগতির পর বাংলাদেশের লক্ষ্য এখন উন্নত ও সমৃদ্ধ দেশের কাতারে পৌঁছানো। জাতিকে সেই লক্ষ্যে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কাজ করছে জনপ্রশাসন। মহান মুক্তিযুদ্ধের আদর্শকে চেতনায় ধারণ করে সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্র্য-নিরক্ষরতামুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে।’
‘বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণ’ প্রতিপাদ্যে নাটোরে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দুই দিন ব্যপী স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ উত্তোরণ উদযাপন উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার(২৮ মার্চ) শহরের কানাইখালি মাঠে সেমিনারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।
সেমিনারে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাজেদুর রহমান খান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)আশরাফুল ইসলাম, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, নাটোর জজ কোটের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকবৃন্দ।
সেমিনারে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উপনীত হওয়া প্রসঙ্গে সেমিনারে আলোচনা করা হয়। পরে সেখানে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।