করোনা ভাইরাস সংক্রমণজনিত কারণে কর্মহীন শিল্পী, কলা-কুশলী ও কবি সাহিত্যিক, উকিল বারের মুহুরী, প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক/কর্মচারী ও মূক ও বধির বিদ্যালয়ের শিক্ষক/কর্মচারীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সর্বমোট ১৮৫ জনের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মানবিক সহায়তা বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অর্থ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ পিএএ। এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী, নাটোর পৌরসভার মেয়র ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উমা চৌধুরী জলি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ার, নাটোর জজ কোটের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নান্টু, সঙ্গীতশিল্পী পরিষদ নাটোর জেলা শাখার আহŸায়ক সৈয়দ মাসুম রেজাসহ অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।