নাটোর প্রতিনিধি: বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শোভাযাত্রা করেছে নাটোরের সম্মিলিত সাংস্কৃতিক জোট। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় শহরের মাদ্রাসা মোড়ে অবস্থিত শহীদ বেদী থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত এক আলোচনায় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সংগঠকগণ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, সম্মিলিত সাংস্কৃতিক জোট নাটোর এর প্রধান উপদেষ্টা অধ্যাপক সুবীধ কুমার মৈত্র (অলক), উপদেষ্টা অধ্যাপক আব্দুর রাজ্জাক, মওলা বক্স আলো, জোটের সভাপতি উম্মে খাইরুন নাহার বিজলী, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুম রেজা, অর্থ সম্পাদক সুশান্ত কুমার দাস, সাংগঠনিক সম্পাদক শাইখ নুফা, তথ্য ও গবেষণা সম্পাদক জামিল আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, সহকারি সাংগঠনিক সম্পাদক মারুফ আল হোসাইন, সদস্য পলাশ কুমার দাসসহ আরো অনেকে।