স্টাফ রিপোর্টার: নাটোরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা শাখার আয়োজনে শহরের মাদ্রাসা মোড়ের আল মাদ্রাসাতুল জামহুরিয়ার মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-নওগাঁ সংরক্ষিত মহিলা আসন-৪৩ এর সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রতœা আহমেদ।
ইসলামিক ফাউন্ডেশন নাটোরের উপপরিচালক মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে ও কোষধ্যক্ষ এম.এ. মতিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ্যাড. গাজেদুর রহমান ও অতিরিক্ত জেল প্রশাসক সার্বিক মোঃ নাদিম সারোয়ার। এছাড়াও আল মাদ্রাসাতুল জামহুরিয়ার অধ্যক্ষ মাওলানা আক্তার হোসেন ও নাটোর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল খালেক সম্মেলনে বক্তব্য রাখেন।
সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাতির জনক শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য ইমামদের জেলা সম্মেলনে প্রশিক্ষনপ্রাপ্ত ১৪০ জন ইমাম কে সনদ প্রদান করা হয়।