স্টাফ রিপোর্টার: নাটোর রাজবাড়ির বড় তরফের শ্যাম সুন্দর মন্দিরের পুরোহিত অসিত বাগচির ওপর হামলার অভিযোগ উঠেছে। দুর্বৃত্তের হামলায় গুরুত্বর আহত পুরোহিত অসিত বাগচি বর্তমানে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন আঘাত গুরুত্বর হলেও তিনি এখন আশংকামুক্ত। সোমবার দুপুরে মন্দির প্রাঙ্গনে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
আহত অসিত বাগচির স্ত্রী ক্ষমা বাগচি জানান, দুপুরে মন্দিরের পূজা শেষ করে প্রসাদ নিয়ে বের হওয়ার মুহুর্তে মাস্ক পরা দুইজন যুবক তার স্বামীর পায়ে লোহার রড দিয়ে আঘাত করে। এ সময় তার স্বামী মাটিতে পড়ে গেলে ধারালো চাকু দিয়ে আঘাত করতে গেলে তার স্বামী সরে পড়লে তার পায়ে রক্তাক্ত জখম হয়। এসময় তার চিৎকারে মন্দির সংলগ্ন বাসায় থাকা প্রতিবেশীরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে মন্দির কমিটির সাধারণ সম্পাদক শৈলেন্দ্রনাথ প্রামানিক আহত পুরোহিতকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। মন্দির কমিটির বিরোধ নিয়ে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন অসিত বাগচির স্ত্রী ও তার প্রতিবেশীরা।
এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।