নাটোরে পুরনো পরীক্ষিত মাঝিদের উপরেই ভরসা রেখেছে আওয়ামী লীগ।
উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত এই জেলাতে চারটি আসনে পুনরায় নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল, মো. শফিকুল ইসলাম শিমুল, জুনাইদ আহেমদ পলক ও সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত প্রার্থীদের মনোনয়নে নাম ঘোষণা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম বকুল।
নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনে টানা তৃতীয় বার ক্ষমতাশীল দল আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পেলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান সংসদ মো. শফিকুল ইসলাম শিমুল।
নাটোর-৩ (সিংড়া) আসনে নাটোর আওয়ামী লীগ সহ-সভাপতি ও বর্তমান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক টানা চতুর্থ বারের মতো নৌকার মনোনয়ন পেয়েছেন।
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ধার্য করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেস্বর।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেস্বর। ১৮ ডিসেম্বর প্রাথীদের প্রতীক বরাদ্দ এবং ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা ১৯ দিন ভোটের প্রচার-প্রচারণার সময় পাচ্ছে। ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ এবং ৭ জানুয়ারি সারাদেশ নির্বাচন অনুষ্ঠিত হবে।