নাটোরকন্ঠ: নাটোর সদরের পশ্চিম হাগুরিয়ায় জুমা নামাজ পড়াকে কেন্দ্র করে সংঘর্ষে ৪ পুলিশ সদস্য সহ অন্তত ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় এক ইউপি সদস্য সহ ৯ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার জুমার নামাজে পূর্ব হাগুরিয়া মসজিদের ইমাম সাহেব সরকারি নীতি অনুযায়ী ১২ জন মুসল্লি নিয়ে মসজিদের দরজা বন্ধ করে জুমার নামাজ আদায় করেন। এতে স্থানীয় যুবক শাহীনসহ আরো কয়েকজন জুমার নামাজে অংশ নিতে ব্যর্থ হয়। নামাজ শেষে শাহীন মসজিদের ইমামের উপর হলে মুসুল্লিরা তাকে মারপিট করে। এ ঘটনায় পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের সাথে স্থানীয়রা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
নাটোরের তিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত জানান, আমরা দ্রুত সকল ধরনের ব্যাবস্থা গ্রহন করেছি। বিষয়টি গুরুত্ত্ব সহকারে নিয়ে কাজ করছি। বর্তমানে জড়িতদের ধরতে এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ বলেও জানান তিনি।