স্টাফ রিপোর্টার: সকালে হাঁটতে বেরিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ গেল নাটোর আদালতে কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা কৃষ্ণপদ পাল এর। সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে বড়হরিশপুর জেলা পুলিশ লাইন্স এর সামনে এই দুর্ঘটনাটি ঘটে। কৃষ্ণপদ পাল এটিএসআই হিসেবে সদর কোর্ট নাটোরে কর্তব্যরত ছিলেন। তিনি বগুড়া জেলার শেখের পালা গ্রামের অমূল্য পালের ছেলে।
জেলা পুলিশ অফিস সূত্রে জানা যায়, কৃষ্ণপদ পাল নাটোর সদর কোর্টে এটিএসআই হিসেবে কর্তব্যরত ছিলেন। তিনি বড়হরিশপুর পুলিশ লাইন্সের মেসে থাকতেন। সকালে সেখান থেকে হাঁটতে বের হন। হাঁটা শেষ করে ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে পুলিশ লাইন্সের সামনে কোনো এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় পড়ে গিয়ে তিনি ঘটনাস্থলে নিহত হন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।