জেলা বিএনপি’র উদ্যোগে কোকো’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার: দোয়া ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে আরাফাত রহমান কোকোর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করেছে জেলা বিএনপি। এ উপলক্ষ্যে রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপ মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির আহŸায়ক আমিনুল হক, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শহীদ জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাভাবিক মৃত্যু হয়নি। তাকে ষড়যন্ত্রমূলকভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছিল।