নাটোরে পলি খাতুন নামে এক কাউন্সিলের কিশোরী বধুর গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ(১লা মার্চ) মঙ্গলবার সকালে শহরের দক্ষিন বড়গাছা এলাকার নিজ বাসা থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়। মৃত পলি নলডাঙ্গা উপজেলার কাশেমের মেয়ে এবং নলডাঙ্গা পৌরসভার কাউন্সিলর পিয়াসের ২য় স্ত্রী।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনছুর রহমান ও নিহতের স্বজনরা জানায়, শহরের দক্ষিন বড়গাছা মহল্লার মঞ্জুর কাদেরের বাড়ির একটি ফ্লাট ভাড়া নিয়ে বসবাস করতেন পলি ও তার এক ভাগ্নি। পলি রাজশাহী ল-কলেজ থেকে ফাইনাল পরীক্ষা শেষে ইন্টার্নি করার প্রস্তুতি নিচ্ছিল। গতরাতে তার স্বামী পিয়াসের সাথে মোবাইল ফোনে কথা বলে দরজা বন্ধ করে ঘুমাতে যায়। সকালে তার ভাগ্নি তাকে ডাকাডাকি করলে কোন সারা শব্দ না পেয়ে পলির বাবাকে মোবাইল ফোনে জানায়। খবর পেয়ে পলির পরিবারের লোকজন এসে ঘরের দরজা ভেঙ্গে দেখতে পায় পলি সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালমর্গে প্রেরণ করে।
পুলিশ জানায়, ময়না তদন্তের রিপোর্ট পেলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।