প্রেস বিজ্ঞপ্তি
উপজেলা পরিষদ এসোসিয়েশন নাটোর জেলা শাখা
অদ্য ০৯/০২/২০২১ খ্রিঃ তারিখ দুপুর ১২.০০ ঘটিকায় নাটোর সদর উপজেলা পরিষদ কার্যালয়ে, উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে উপজেলা পরিষদ এসোসিয়েশন, নাটোর জেলা শাখার এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ এসোসিয়েশন, নাটোর জেলা শাখার সভাপতি ও লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান, জনাব মোঃ ইসহাক আলী। উক্ত সভা সঞ্চালন করেন, উপজেলা পরিষদ এসোসিয়েশন, নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক ও সিংড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান, জনাব মোঃ শফিকুল ইসলাম। সভায় নাটোর জেলার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইসচেয়ারগণ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও ২১ ফেব্রুয়ারির সকল ভাষা শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে সভার কার্য শুরু করা হয়। গত ০৫/০২/২০২১ খ্রিঃ তারিখে গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, জনাব মোঃ আনোয়ার হোসেনের উপর নৃশংস হামলা ও সরকারি কাজে বাধা প্রদানের জন্য তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়। সভায় সর্বসম্মতিক্রমে নিম্ন বর্ণিত সিদ্ধান্ত সমূহ গৃহিত হয়।
১. গ্রেফতারকৃত ও অন্যান্য আসামীদের রিমান্ডে নিয়ে নেপথ্যের ইন্ধনদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা।
২. আক্রান্ত উপজেলা পরিষদ চেয়ারম্যানের নিরাপত্তা নিশ্চিত করা।
৩. উপজেলা পরিষদ চেয়ারম্যান কে যারা রক্ষা করতে এসেছিল তাদের নামে মিথ্যা, ভিত্তিহীন মামলা প্রত্যাহার করা।
৪. সরকারি কাজে বাধা প্রদানের জন্য ধারা সংযুক্ত করে মামলাটি দ্রুত বিচার আইনে নিয়ে বিচারকার্য সম্পন্ন করা।
উপরোল্লেখিত সিদ্ধান্ত সমূহ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত কর্মসূচি গ্রহণ :
১. আগামী ১০/০২/২০২১ ও ১১/০২/২০২১ খ্রিঃ তারিখ নাটোর জেলার সকল উপজেলা পরিষদ কলম বিরতি পালন করবে। সেই সাথে উপজেলা পরিষদের নির্ধারিত মাসিক সাধারণ সভা স্থগিত থাকবে।
২. আগামী ১৫/০২/২০২১ খ্রিঃ তারিখ গুরুদাসপুর উপজেলা পরিষদ চত্ত্বরে স্বাস্থ্যবিধি মেনে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ।
(মোঃ শফিকুল ইসলাম)
সাধারণ সম্পাদক
উপজেলা পরিষদ এসোসিয়েশন
ও
চেয়ারম্যান
উপজেলা পরিষদ
সিংড়া, নাটোর।
মোবাইল : ০১৭১২-০৬৪৩৪৬ (মোঃ ইসহাক আলী)
সভাপতি
উপজেলা পরিষদ এসোসিয়েশন
ও
চেয়ারম্যান
উপজেলা পরিষদ
লালপুর, নাটোর।
মোবাইল : ০১৭১২-০৬১১২১
উপজেলা পরিষদ এসোসিয়েশন
নাটোর জেলা শাখা