স্টাফ রিপোর্টার:
নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকার মিল্লাত নামে এক আবাসিক হোটেলের কক্ষ থেকে বগুড়া জেলার এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ওই কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। মরদেহের সঙ্গে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। তাতে মৃত্যুর জন্য কাউকে দায়ী না করতে বলা হয়েছে। রবিবার (৩১ জানুয়ারি) রাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৪৮)। তার বাবার নাম এন্তাজ। বাড়ি দক্ষিণ নন্দিগ্রাম।
ওসি জাহাঙ্গীর হোটেল কর্তৃপক্ষের বরাতে জানান, শনিবার রাতে ওই ব্যক্তি হোটেলে নাম নিবন্ধন করে ওঠে। রবিবার দুপুরের পর হোটেলটির এক কর্মী চেক করতে গিয়ে কক্ষটি ভেতর থেকে বন্ধ পান। অনেক ডাকাডাকির পরও কোনও সাড়া না পেয়ে খবর দিলে সদর থানার একদল পুলিশ বিকাল ৫টার দিকে দরজা ভেঙে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে। সেখানে পাওয়া এক চিরকুটে লেখা ছিল, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। সেখানে মরদেহটি হস্তান্তরের জন্য দুটি মোবাইল ফোন নম্বরও দেওয়া ছিল।
এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘চিরকুটে দেওয়া নম্বরে ফোন করে জানা যায় তিনি আনোয়ারের ভায়রা। ওই ব্যক্তি বলেন, শনিবার রাত ১০টার দিকে আনোয়ার স্ত্রীকে ফোনে বলে, ঋণের কারণে সে আর হয়তো বাঁচবে না। এরপর অনেক জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।’ মরদেহটি ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।