লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে একই স্থানে আওয়ামী লীগের সভা আহবান করায় ১৪৪ ধারা জারি হয়েছে। মঙ্গলবার রাতে এই আ নির্দেশ জারি করা হয়। বুধবার দিনব্যাপী এই আদেশ বহাল থাকবে।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি জানান, উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামপাড়া হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে বুধবার একই সময়ে আওয়ামী লীগের দুই পক্ষ সভা আহবান করায় সংঘাত ও সংঘর্ষ এড়াতে এই আদেশ দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নির্দেশে সম্প্রতি জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠি পাঠান। এতে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে উপজেলার ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের মেয়াদোত্তীর্ণ সব কমিটি কাউন্সিলের মাধ্যমে গঠনের নির্দেশনা দেওয়া হয়।
এরই পরিপ্রেক্ষিতে বুধবার সকাল ১০টায় ওই মাঠে এক পক্ষ ইউনিয়ন ও অপর পক্ষ ওয়ার্ড কমিটি গঠনের জন্য সভা আহ্বান করে। এ নিয়ে উভয় পক্ষে উত্তেজনা সৃষ্টি হলে ১৪৪ ধারা জারি করা হয়।