নাটোরে ইনষ্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) জেলা শাখার আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৮ এপ্রিল) বিকেলে নাটোর শহরের আরপি কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আইডিইবির নাটোর জেলা শাখার সভাপতি আব্দুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম রমজান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইডিইবি’র কেন্ত্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো.শামসুর রহমান, রাজশাহী বিভাগের আঞ্চলিক সহ-সভাপতি কবির উদ্দিন, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কলিম উদ্দিন,
আইডিইবি’র নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ইফতার মাহফিলের দোয়া পরিচালনা করেন আলাইপুর জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাও মো. মফিজুল রহমান।