লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে ০১ (এক) গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী কে আটক করেছে লালপুর থানাধীন ওয়ালিয়া ফাঁড়ী পুলিশ।
গত ৯ অক্টোবর রাত্রী সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের উপজেলার ধুপইল বাজার থেকে সোহেল (৩০) কে ১ গ্রাম হেরোইন সহ আটক করা হয়। আটককৃত সোহেল নাটোর জেলার লালপুর থানাধীন ধুপইল গ্রামের মো: হায়দার আলী পুত্র।
বিষয়টি নিশ্চিত করে ওয়ালিয়া ফাঁড়ী ইনচার্জ ফারুক হোসেন জানান- মাদকের বিরুদ্ধে নিয়োমিত বিশেষ অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামীকে আটক করি এবং তার বিরুদ্ধে লালপুর থানায় মাদক নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।