নাটোরের লালপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
দেলোয়ার হোসেন লাইফ, নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে ওয়ালিয়া ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি কে গ্রেফতার করে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তাকে আদালতে প্রেরণ করেছেন ।
লালপুর থানা সুত্রে জানা যায়, ২৪ সেপ্টেম্বর-২০২০ রাতে লালপুর থানার ওয়ালিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো: ফারুক হোসেনের নির্দেশনায় এস আই কৃষ্ণ মোহন সরকারের নেতৃত্ব পুলিশের একটি একদল উপজলার বাগপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় রাকাত আলী সরকারের ছেলে ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সোহেল রানা (৩৪) কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। লালপুর থানা পুলিশ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তাকে আদালতে প্রেরণ করেছেন ।
এব্যাপারে লালপুর থানা অফিসার ইনচার্জ মো: সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি সোহেল রানা কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে ।