লালপুর ( নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে শত্রুতা করে ৩০টি আম গাছ গোড়া থেকে ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার নারায়নপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোপালপুর পৌরসভার কেশবপুর মহল্লার আলহাজ্ব শওকত আলী বাবলু কয়েক বছর আগে পার্শবর্তি নারায়নপুর মাঠের চার বিঘা জমিতে আমের বাগান করেন। বৃহস্পতিবার রাতে শত্রুতা করে কে বা কাহারা তার ওই জমির ৩০টি আম গাছ গোড়া থেকে ভেঙ্গে দিয়ে যায়। বাগানের মালিক শওকত হোসেন বাবলু জানান, পূর্ব শত্রুতার জেরে এমন ঘটনা ঘটেছে, এ ব্যাপারে থানায় অভিযাগ দায়ের করা হবে।