লালপুর(নাটোর )প্রতিনিধিঃ
বজ্রপাতে নাটোরের লালপুরে আজ সোমবার দুপুরে ২ জনের মৃত্যু হয়েছে। মৃত একজন লালপুর উপজেলার মোহরকয়া গ্রামের বাকের আলী ও অপরজন বেরিলাবাড়ী গ্রামের সাইদুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহরকয়া গ্রামের মৃত হারান মালিথার ছেলে বাকের আলী (৫৫) পদ্মা নদীর চর থেকে কৃষি কাজ করে বাড়ী ফেরার পথে দিয়াড় সংকর পুর নামক স্থানে বজ্রপাতে আহত হয়। আহতাবস্থায় লালপুর উপজেলা হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
এছাড়া লালপুরের পুরাতন ঈশ্বরদী এলাকায় কৃষি কাজ করে ফেরার সময় বজ্রপাতে সাইদুল ইসলামের (৩৫) মৃত্যু হয়। মৃত সাইদুল লালপুর উপজেলার বেরিলাবাড়ী গ্রামের খোদাবক্সের ছেলে। সে আরামবাড়িয়া শেখের চরে শ্বশুর বাড়িতে থাকতেন।