আবারও মল্লিকহাটি থেকে ১৭ মাদকসেবী আটক!
স্টাফ রিপোর্টার: নাটোরের মল্লিকহাটি থেকে ১৭ জন মাদকসেবীকে আটক করেছে র্যাব। সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত নাটোর সদর থানার মল্লিকহাটি এলাকা অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। র্যাব-৫ সিপিসি-২ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোম্পানি কমান্ডার এএসপি মাসুদ রানার নেতৃত্বে র্যাবের একটি দল নাটোর সদর উপজেলার মল্লিকহাটি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চার গ্রাম গঁাজা ও দুইটি কলকিসহ তাদের হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক সেবীগণ বিভিন্ন এলাকা থেকে এসে উক্ত স্থানে একত্রিত হয়ে মাদক সেবন ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। উপরোক্ত ঘটনায় নাটোর সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।