বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম পৌর নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে কর্ম-কৌশল নির্ধারন করতে উপজেলা ও পৌর আওয়ামীলীগ যৌথ বিশেষ বর্ধিত সভা করেছে। রোববার উপজেলার বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা ও পৌর আওয়ামীলীগ যৌথভাবে ওই সভার আয়োজন করে।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান, বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি কেএম জাকির হোসেন, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, বড়াইগ্রাম পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল হক বাচ্চু, উপজেলার ছয় ইউপি চেয়ারম্যান, সকল ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি-সম্পাদক, যুবলীগ সভাপতি-সম্পাদক, ছাত্রলীগ সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ। সভায় সকল ভেদাভেদ ভুলে দল মনোনীত মেয়র প্রার্থী মাজেদুল বারী নয়নকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার সিদ্ধান্ত হয়।