বড়াইগ্রাম, প্রতিনিধি:
নাটোরেরর বড়াইগ্রামে অবশেষে বিধবাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রাম পুলিশ হযরত আলীকে আটক করেছে পুলিশ।
প্রধানমন্ত্রীর সহায়তার আড়াই হাজার টাকা এসেছে কিনা দেখার জন্য এক বিধবাকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় গ্রামপুলিশ হযরত আলী। এসময় বিধবার চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে গ্রামপুলিশ হযরত আলীকে আটক করে। কিন্তু ইউপি চেয়ারম্যান “গ্রামপুলিশ আইনের লোক তাকে ছেড়ে না দিলে বিপদে পড়বে” হুমকির প্রেক্ষিতে গ্রামবাসী বাধ্য হয়ে হযরত আলীকে ছেড়ে দেয়। এরপর থেকে হযরত আলী পলাতক ছিল। এ ঘটনায় বিচার চেয়ে বিক্ষুদ্ধ লোকজন মিছিল করেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে নগর ইউনিয়নের পাচবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক হযরত আলী নগর ইউনিয়নের পাচবাড়িয়া গ্রামের আব্দুল কুদ্দুসের চেলে।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস বলেন, অভিযোগের ভিত্তিতে হযরত আলীকে আটক করা হয়েছে।তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।