নাটোর প্রতিনিধি
মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক, বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মাঝগাঁও ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা সদর এর সকল শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. আয়নুল হকের ১৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে এক স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মরহুমের গ্রামের বাড়ি মহিষভাঙ্গায় তাঁর জ্যাষ্ঠ পুত্র ও বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেনের সভাপতিত্তে¡ অনুষ্ঠিত স্বরণসভায় মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস প্রেস, সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, মরহুমের বড় জামাই অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু প্রমুখ। অনুষ্ঠান শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও কুলখানী অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য ২০০২ সালের এই দিনে ডা. আয়নুল হক বিএনপি সন্ত্রাসীদের হাতে শাহাদত বরণ করেন। এ হত্যা মামলার দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে গত ২১/০৯/২০২০ তারিখে রায় ঘোষণা করা হয়েছে। এ রায়ে সকল মূল আসামীকে খালাস দেওয়া হয়েছে ফলে পরিবারসহ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন হতাশ ও বিশ্ময় প্রকাশ করেছে। পরে রাষ্ট্রপক্ষ ক্ষুব্ধ হয়ে রায়ের রিভিউ চেয়ে মহামান্য হাই কোর্টে আপিল করেছেন।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…