নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে সুবিধা বঞ্চিত শিশুদের সহায়তা ও স্কুল থেকে ঝড়ে পড়ারোধে আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালী কর্মসূচীর আওতায় আশা শিক্ষা সেবিকা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় আশা‘র ঢাকা শাখার জয়েন্ট ডিরেক্টর মুহাম্মদ রিজওয়ানুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম রেজাউল হক, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা সহ উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত আশার কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষা সেবিকাবৃন্দ।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…