স্টাফ রিপোর্টার: নাটোরের বড়হরিশপুর কামারদিয়াড় খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত¡াবধায়নে নাটোর সদর উপজেলার বড়হরিশপুর কামারদিয়ার এলাকায় ১ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে ¯øুইসগেট থেকে মামুতপাড়া বিল পর্যন্ত ৮ কি.মি. খাল প্রধান অতিথি হিসেবে খনন কাজের উদ্বোধন করেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, বড়হরিশপুর ইউনিয়ন চেয়ারম্যান ওসমান গণি ভুঁইয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমসহ সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য শফিকুল ইসলাম জানান, এই খাল খনননের ফলে প্রায় ৫৫হাজার বিঘা ফসলী জমির জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে এবং শুকনো মৌসুমে পানি রিজার্ভ রেখে তা ফসলী জমিতে সেচ সুবিধার আওতায় আনা যাবে। পরে হরিশপুর ইউনিয়নের শংকরভাগ গ্রামে আফাজ উদ্দিনের ১২০ বিঘা পেয়ারা বাগানে পেয়ারার চারা রোপন করেন তিনি।