নাটোরে এবছরের মৌসুমী ফলের মধ্যে তরমুজ কৃষকের ফলানো মাঠ থেকে স্বল্প মূল্যে পিস হিসেবে কিনে বাজারে কেজি দরে বিক্রি করে মুনাফা লুটে নিচ্ছে ব্যবসায়ীরা।
নাটোরের স্টেশন বাজার হরিশপুর বাইপাস মোড় মাদ্রাসার মোড় সহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ফলের দোকান গুলোতে সরেজমিনে দেখা যায় কেজি দরে বিক্রি করতে। ফলে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত কৃষক প্রতারিত ক্রেতারা।
একইভাবে কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেট এর সামনে নিচাবাজার সহ বিভিন্ন হাট-বাজারে কেজি দরে উচ্চমূল্যে বিক্রি করছে তরমুজ। গরম আবহাওয়া ও রোজায় তরমুজের বেশি চাহিদা থাকায় বাজারে চলছে রীতিমতো লংকা কান্ড।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই অভিযোগ করে বলেছেন নাটোরে শুধু তরমুজ এই না অনেক নিত্যপণ্য ও খাদ্য সামগ্রী ব্যবসায়ীরা সরকারের বেঁধে দেওয়া মূল্য না মেনে বেশি মূল্যে বিক্রি করছে। সেইসাথে পুষ্টি চাহিদা মেটাতে তরমুজের বাজারে সরকারি মূল্য নির্ধারণের দাবি করেন ক্রেতারা। এবারে নাটোর জেলার সাতটি উপজেলায় বিভিন্ন বিলে তরমুজের বাম্পার ফলন হয়েছে। তরমুজ চাষীরা জানান মাঠ থেকে পাইকারিতে পিস হিসেবে বিক্রি করেন তারা। কিন্তু বাজারে নিয়ে কেজি হিসেবে বিক্রি নতুন ধারা চালু করেছে অসাধু ব্যবসায়ীরা। মধ্যস্বত্বভোগীরা মুনাফা লুটে নিল বঞ্চিত হচ্ছেন কৃষক ক্রেতারাও প্রতারিত হচ্ছেন বলে মন্তব্য বাজার বিশ্লেষকদের।